Friday, August 11, 2006

বই - Guns, Germs and Steel

গতকাল বিকেলে ন্যাশনাল জিওগ্রাফিকের তৈরী করা চমত্কার একটা ডকুমেন্টারী দেখলাম। Prof. Jared Diamond- এর বই Guns, Germs, and Steel এর ওপর ভিত্তি করে চিত্রিত। ড. জ্যারেড তার ত্রিশ বছরের বিভিন্ন গবেষনার সুত্র ধরে উপসংহার টেনেছেন ইউরোপের গত কয়েক শতাব্দির সাফল্যের মুলে আছে ইউরোপের সুবিধাজনক ভৌগলিক অবþÿান। তবে এই উপসংহারের জন্য নয়, বরং তথ্যবহুল বিশ্লেষনের জন্য বইটি গুরুত্বপুর্ন, জ্যারেড অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন, যেমন, কূষিকাজের উদ্ভব কেন সীমিত কিছু þÿানে হলো, ধাতুর ব্যবহার কেন অনেক পুরনো সমাজ আয়ত্ব করতে পারল না, অথবা জ্ঞানের প্রসার কেন সমভাবে সব সভ্যতায় হয় নি। তবে এসব প্রশ্নের মুলে ছিল বহু বছর আগে তাকে একজন পাপুয়া নিউগিনিয়ানের করা প্রশ্ন - “শ্বেতাঙ্গরা কেন আদিবাসীদের চেয়ে ধনী“। হাতে সময় থাকলে ডিভিডি গুলো যোগাড় করে দেখতে পারেন। আরো বেশী সময় থাকলে বইটাও পড়ে দেখতে পারেন, আমি অবশ্য এখনও পড়ে শেষ করি নি।

Original post - http://www.somewhereinblog.net/utsablog/post/9759


0 Comments:

Post a Comment

<< Home

eXTReMe Tracker