বই পড়লাম আরো কিছু
The Richness of Life - Stephen Jay Gould
Into Thin Air: A Personal Account of the Mt. Everest Disaster .
The Cave Painters: Probing the Mysteries of the World's First Artists by Gregory Curtis
এর মধ্যে এভারেস্ট নিয়ে বইটা বেশ ভালো লেগেছে৷ সুখপাঠ্য, মোটা হলেও বেশ দ্রুত পড়া যায়৷ রিচনেস অফ লাইফ তেমন ভালো লাগে নি৷ Gould এর লেখা আগে পড়েছি সায়েন্টিফিক অ্যামেরিকানে৷ সে তুলনায় এই বইটা বেশ কষ্ট করে পড়তে হলো৷ অনেক জায়গায় এক পৃষ্ঠার বক্তব্য ৫-১০ পাতা জুড়ে লেখা হয়েছে৷ Gould এর সাথে Dawkins এর ঝামেলা ছিল জানতাম না৷ তবে ডকিন্সের লেখা আমার কাছে আরো অনেক বেশী ভালো মনে হয়৷ গুহাচিত্র নিয়ে বইটিও মোটামুটি৷ ভীষন তথ্যবহুল নয়, তবে গত দেড়শ বছরের আর্কিওলজীর অনেক ভেতরের খবর আছে৷ আমি আসলে আরও বিস্তৃত আলোচনা আশা করেছিলাম৷ এখানে মুলত লাস্কো আর তার আশে পাশের গুহা নিয়ে আলোচনাই বেশী৷ একবার দক্ষিন ফ্রান্সে যাওয়া দরকার, নিজের চোখে দেখে আসার জন্য৷