একটা দুষ্ট বুদ্ধি মাথায় আইলো
ইংরেজী ২০০৬ সাল শেষ হয়ে যায় যায় অবস্থা৷ হিমু সেরা ব্লগার নিয়ে লেখা ছেড়েছে৷ আরও দুচারজনে এই নিয়ে লেখা দিয়েছেন বা দিবেন৷ এক বছরে অনেক বন্ধু-শত্রু তৈরী করছি আমরা এই ব্লগে৷ নানা মান অভিমান, দলবাজী, ঠাট্টা মস্করা হয়েছে৷ তো এখন বত্সরান্তে আমরা একজন আরেকজনের নামকরণ করলে কেমন হয়৷ নামকরণ খেলাটার বিশেষত্ব হইতেছে যে আরেকজনকে খোচা দিয়া মজা পাওয়া যায়, যেহেতু ব্লগে খোচাখুচির অভাব নাই, এই বহুমুখী যুদ্ধে যাতে বেশী বিশৃঙ্খলা না হয় সে জন্য একটা কাজ করা যেতে পারে৷ ব্লগাররা অলরেডী দুইটা বড় ক্যাম্পে বিভক্ত, একদল ব্রাদার্স ইউনিয়ন আছে বটে, তারা একটু বেশী স্বচ্ছ৷ সুতরাং যারা দলবাজী করেন না, তাদের অংশগ্রহন না করাই ভাল বরং তামাশা দেখেন৷ নিয়মটা এমন করতে পারি, একদলের ব্লগাররা শুধু অন্যদলের নামকরণ করবে, যেমন ক-দলে থাকতে পারে হিমু, অরূপ, মুখফোড়, সুমন চৌ, সাধক প্রমুখ, আবার খ-দলে ত্রিভুজ, শাওন, আস্ত, কেরফা ইত্যাদি৷ নামকরণের সাথে দুইলাইন ছড়িতা দেয়া যায়, অশালীন নামকরণ করলে (‘চ’ অক্ষর যুক্ত) চার লাইন ছড়িতা দিতে হবে৷ ইত্যাদি৷
Original post - http://www.somewhereinblog.net/utsablog/post/28692163
Original post - http://www.somewhereinblog.net/utsablog/post/28692163
1 Comments:
এমন বুদ্ধি কারনেই আমাদের মত মানুষ ব্লগ পড়ে মাজা পাই। অস্র ছাড়া এমন যুদ্ধ দারুন। ধন্যবাদ।
Post a Comment
<< Home